আল্লাহ তুমি ক্ষমার মালিক
গফুর ও গাফফার
তোমার নূরে আলোকিত
করো হৃদয় আমার
আল্লাহ তুমি ক্ষমার মালিক
গফুর ও গাফফার
তোমার নূরে আলোকিত
করো হৃদয় আমার
জীবন তরী পাপে ভরা
কখন যানি ডোবে
পাপের বোঝা ক্ষমা করে
হালকা করো তবে
জীবন তরী পাপে ভরা
কখন যানি ডোবে
পাপের বোঝা ক্ষমা করে
হালকা করো তবে
পাপের তাপে পুড়িও না
চাই রহমত তোমার
তোমার নূরে আলোকিত
করো হৃদয় আমার
মন মসজিদে বাজে যেন
আল কুরআনের বানী
তোমার স্মরণ সদাই যেন
ঝরাই চোখের পানি
মন মসজিদে বাজে যেন
আল কুরআনের বানী
তোমার স্মরণ সদাই যেন
ঝরাই চোখের পানি
ভুলকে তুমি ফোটাও ফুলে
খুলে তওবার দ্বার
তোমার নূরে আলোকিত
করো হৃদয় আমার
আল্লাহ তুমি ক্ষমার মালিক
গফুর ও গাফফার
তোমার নূরে আলোকিত
করো হৃদয় আমার
আল্লাহ তুমি ক্ষমার মালিক
গফুর ও গাফফার
তোমার নূরে আলোকিত
করো হৃদয় আমার
তোমার নূরে আলোকিত
করো হৃদয় আমার
তোমার নূরে আলোকিত
করো হৃদয় আমার