সল্লাল্লাহু আ'লান নাবিয়্যিল উম্মি
সাল্লি আ'লা মুহাম্মদ মোস্তাফা
হৃদয়ের রজনীগন্ধা
তুমি নীল অপরাজিতা
বাতাসে দোল খাওয়া মাধবীলতা
তুমি আমার কবিতা
স্বচ্ছতোঁয়া স্নিগ্ধ ভূমি
তুমি নীল মণিলতা
কাশফুলের মত শুভ্র মেঘ তুমি
আমার আকুলতা
তোমার নামের দুরুদ জপে
কাটে আমার সকাল সন্ধ্যা
হিমের পরশ সুহাসিনী
তুমি নীল মালতীলতা
কোকিলের সুরের ইন্দ্রধনু তুমি
আমার ব্যাকুলতা
তোমার নামের দুরুদ জপে
কাটে আমার সকাল সন্ধ্যা